‘মৃত্যু আর সংক্রমণের তুলনায় অনেক ধীরগতিতে চলছে মার্কিন করোনা-টিকা কর্মসূচি’

|

ঊর্ধ্বমুখী মৃত্যু আর সংক্রমণের তুলনায় অনেক ধীরগতিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের করোনার টিকাদান কর্মসূচি। কয়েক সপ্তাহে মাত্র ৪০ লাখ মার্কিনীকে এর আওতায় আনা গেছে।রোববার, গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ আশঙ্কা প্রকাশ করেন শীর্ষ মার্কিন স্বাস্থ্যবিদ ড. অ্যান্থনি ফাউচি।

অ্যান্থনি ফাউচি বলেন, করোনাভাইরাসে প্রাণহানি নিয়ে কোন সন্দেহ নেই।যুক্তরাষ্ট্রে আদতেই ৩ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে মৃত্যু সংখ্যা। যারা প্রশ্ন তুলছেন তাদের বলবো- হাসপাতাল, আইসিইউ আর গোরস্থানে খোঁজ নিন। কিন্তু, যে শোরগোল ফেলে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছিলো সেটা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। গেলো দু-তিন সপ্তাহে মাত্র ৪০ লাখ মানুষকে আনা গেছে কর্মসূচির আওতায়। যা শিগগিরই না বাড়ালে ভয়াবহ পরিস্থিতি দেখবে যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply