যুক্তরাজ্য ফেরত ১৬ যাত্রী বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে

|

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্য থেকে ফেরত ১৬ যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে সেনাবাহিনীর তত্বাবধানে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এর আগে দুটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় নামেন তারা। যাত্রীদের ইচ্ছা অনুযায়ী একজনকে আশকোনা হজ ক্যাম্পে ও বাকিদের নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ সময় যুক্তরাজ্য ফেরত যাত্রীদের পাসপোর্ট জমা রাখা হয়। কোয়ারেন্টাইন শেষে করোনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের পাসপোর্ট বুঝিয়ে দেয়া হবে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply