ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিলো মুসলিমদের আন্তর্জাতিক সংগঠন

|

ছবি: ইন্টারনেট।

অবৈধভাবে অধিকৃত সব অঞ্চল ছেড়ে না দেওয়া পর্যন্ত ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছে মুসলিমদের আন্তর্জাতিক সংগঠন ইসলামিক ইনস্টিটিউট।

ডেইলি সাবাহ এর প্রতিবেদনে বলা হয়, সংগঠনটির প্রেসিডেন্ট আহমেদ এর-রাইসুনি এবং মহাসচিব আলি আল-কারাদাগি এক বিবৃতিতে বলেন, আমরা ইসরাইলি রাষ্ট্র বয়কটের আহ্বান জানাচ্ছি। তারা বর্তমানে আল আকসা মসজিদ দখল করে রেখেছে, সিরিয়ার গোলান উপত্যকায় আমাদের ভাইবোনদের ওপর হামলা চালাচ্ছে, ফিলিস্তিনিদের জমি ও বাড়িঘর ধ্বংস করছে।

বিবৃতিতে বলা হয়, যারা দখলদারদের পণ্য ক্রয় করে বা বাজারজাত করে তারা একই অপরাধে পাপী হিসেবে স্বীকৃত। তিনি বলেন, ‘সব অধিকৃত অঞ্চল ছেড়ে না দেওয়া পর্যন্ত আমরা সব মুসলিমদের প্রতি আহ্বান জানাচ্ছি অর্থনৈতিকভাবে ইসরাইলকে বয়কট করতে’।

প্রসঙ্গত, মিসর ও জর্ডান ইতোমধ্যেই ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো এ আরব দেশগুলো ২০২০ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply