শ্রীলঙ্কা সফরে করোনা আক্রান্ত মঈন আলী

|

দুই টেস্টের সিরিজে অংশ নিতে রোববার শ্রীলঙ্কা পৌঁছায় ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে আসার পরই করোনা টেস্ট দেন ইংলিশ ক্রিকেটাররা। সেই টেস্টে পজেটিভ এসেছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলীর।

আগামী ১০ দিন মঈন আলীকে দল থেকে আলাদা থাকতে হবে। এরপর আবার টেস্ট হবে। সেই টেস্টে নেগেটিভ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই তারকা ক্রিকেটার।

রোববার বিশেষ চার্টার্ড বিমানে শ্রীলঙ্কায় পৌঁছায় জো রুট ও জনি বেয়ারস্টোরা। শ্রীলঙ্কায় পৌঁছার পর ইংল্যান্ডের প্রত্যেক ক্রিকেটারকে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে- ইংল্যান্ড ক্রিকেট দল হোটেলে কোয়রেন্টাইনে থাকবে। কোয়রেন্টাইনে থাকার সময় ইংলিশ ক্রিকেটাররা নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে। তবে সেখানে শ্রীলঙ্কার কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

আগামী ১৪ জানুয়ারি থেকে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ২২ জানুয়ারি একই ভেন্যুতে শুরু হবে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply