করোনার মধ্যেই ভারতে বেড়েছে বার্ড ফ্লু’র প্রকোপ

|

করোনা মহামারি পরিস্থিতির মধ্যেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে ‘বার্ড ফ্লু’র প্রকোপ। বেশি খারাপ অবস্থা মধ্যপ্রদেশ-রাজস্থান-কেরালা এবং হিমাচল প্রদেশে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। কেরালায় ভাইরাসের সংক্রমণ ঘটা ১ কিলোমিটার এলাকা পর্যন্ত গৃহপালিত সব হাঁস-মুরগী মেরে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি, হিমাচল প্রদেশের হ্রদে মৃত অবস্থায় মেলে, দু’হাজারের মতো পরিযায়ী পাখি। পরীক্ষায় পাখিগুলোর শরীরে বার্ডফ্লু শনাক্ত হয়।

এদিকে, রাজস্থানের বেশ কয়েকটি এলাকায় মৃত পাখি আকাশ থেকে পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। রাজ্যগুলোয় সাময়িকভাবে গৃহপালিত পাখি খাওয়া এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply