জর্জিয়ায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই

|

জর্জিয়ায় সিনেট নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের প্রার্থীদের মধ্যে। অঙ্গরাজ্যটির ভোটের ফলাফলের ওপরই নির্ভর করছে কাদের দখলে যাবে সিনেটের নিয়ন্ত্রণ।

রিপাবলিকান প্রার্থী কেলি লফলার ও ডেভিড পেরডুর বিপরীতে ডেমোক্র্যাটদের হয়ে লড়ছেন রাফায়েল ওয়ার্নক ও জোন অসফ। এ পর্যন্ত ৫৯ শতাংশ ভোট গণনা হয়েছে রাজ্যটিতে। যাতে দুই দলের ব্যবধান খুব সামান্য। বুথ ফেরত জরিপেও আভাস মিলেছিলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের।

গত নভেম্বরের নির্বাচনে দুই দলের প্রার্থীরা জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হচ্ছে জর্জিয়ায়। কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে দু’টি আসনে জিততে হবে ডেমোক্র্যাট পার্টিকে। আর একটি আসন নিশ্চিত হলেই সিনেটের দখল পাবে রিপাবলিকানরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply