বহির্বিশ্বে আজ এক সমীহের নাম বাংলাদেশ

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

বহির্বিশ্বে বাংলাদেশ আজ এক সমীহের নাম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এ কথা জানান তিনি।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১ হাজার টাকা করে কিট অ্যালাউন্স দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মহামারীর মাঝে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, গত ১২ বছরে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এছাড়া ২০৩১ সালের মাঝে বাংলাদেশ হবে উচ্চ মধ্যম আয়ের দেশ।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে তা যা যেন কোনভাবেই বাধাগ্রস্ত না হয়। এ বিষয়ে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনগণের সম্পদ যারা কুক্ষিগত করতে চায় তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। নাগরিক অধিকার নিশ্চিতে যা যা প্রয়োজন সরকার তাই করবে বলেও জানান প্রধানমন্ত্রী। ধর্মীয় সহনশীলতার বাংলাদেশে সকল ধর্মের মানুষ বর্তমানের মতো ভবিষ্যতেও এই সহনশীলতা বজায় রাখবেন বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতেই উঠে আসে চলমান মহামারীর কথা। সরকারের দৃঢ়তার কারণে অর্থনীতির বিরূপ প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply