বাংলাদেশে আসছেন না উইন্ডিজ অলরাউন্ডার রোমারিও শেফার্ড

|

আসন্ন বাংলাদেশ সর থেকে ছিটকে পড়েছে উইন্ডিজের অলরাউন্ডার রোমারিও শেফার্ড। বাংলাদেশে আসার আগে আগেই কভিড টেস্টে পজেটিভ ধরা পরেছে শেফার্ডের।বর্তমানে গায়ানায় নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন এই ক্রিকেটার।

শুক্রবার, সকালে উইন্ডিজের বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সেই দেশের সরকারের দেয়া দেওয়া শর্তাবলী মেনে শেফার্ড গায়ানায় আইসোলেশনে থাকতে হবে এবং বাংলাদেশ সফরে তিনি দলের সাথে থাকবেন না। দলের অন্যান্য খেলোয়াড়রা কভিড টেস্টে নেগেটিভ এসেছে সেটা নিশ্চিত করেছে ক্রিকেট উইন্ডিজ।

শেফার্ডের পরিবর্তে বাংলাদেশ সফরে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বার্বাডোসের ২৪ বছর বয়সী পেসার হার্ডিংকে। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪.১১ গড়ে তার শিকার ৫৪ উইকেট। তিন ওয়ানডে ও দুই টেস্ট সিরিজে দেখা যাবে না উইন্ডিজ ক্রিকেটের বেশ কিছু পরিচিত মুখকে। করোনার ভয়ে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামারহ ব্রুকস, রোস্টন চেজ, শেল্ডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার ও নিকোলাসরা।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পূর্ণাঙ্গ সূচি
জানুয়ারি ২০: প্রথম ওয়ানডে, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা

জানুয়ারি ২২: দ্বিতীয় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা

জানুয়ারি ২৫: দ্বিতীয় ওয়ানডে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

জানুয়ারি ২৮-৩১: চারদিনের ওয়ার্ম-আপ, এম.এ. আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

ফেব্রুয়ারি ৩-৭: প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

ফেব্রুয়ারি ১১-১৫: দ্বিতীয় টেস্ট, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply