অবৈধভাবে ডিএসসিসি ফুলবাড়িয়া মার্কেটের দোকান উচ্ছেদ করেছে: সাঈদ খোকন

|

করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে অবৈধভাবে ডিএসসিসি কর্তৃপক্ষ ফুলবাড়িয়া সুপার মার্কেটের দোকান উচ্ছেদ করেছে। এমন অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন।

শনিবার দুপুরে গুলিস্তানের কদম ফোয়ারার সামনে আয়োজিত এক মানববন্ধনে এই অভিযোগ করেন তিনি। বলেন, মানুষের জীবন মান উন্নয়ন ও বেকারত্ব দূর করতে এসব দোকানের বৈধতা দেয়া হয়েছিল। তবে কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি। এসব দোকান উচ্ছেদের ফলে হাজারো ব্যবসায়ী নিঃস্ব হয়েছেন।

এ সময় তিনি অভিযোগ করেন, বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ডিএসসিসির শতশত কোটি টাকা নিজের মালিকানাধীন ব্যাংকে হস্তান্তর করেছেন। নিজে দুর্নীতি করে গলাবাজি করছেন তাই তার মুখে চুনোপুটির গল্প মানায় না। এসব অসহায় মানুষের সহায়তা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সাঈদ খোকন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply