স্কুলের বেতন নিয়ে শিক্ষার্থীর অভিভাবকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের বেতন নিয়ে শিক্ষার্থীর অভিভাবকের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় শিক্ষার্থীর পরিবারের সদস্যসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, শিক্ষার্থী তিশা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়। পরে বিশেষ প্রয়োজনে পরিবারের সদস্যরা ওই শিক্ষার্থীর জন্য ছাড়পত্র আনতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী পুরো এক বছরের বেতনের জন্য চাপ প্রয়োগ করে। বিষয়টি নিয়ে
তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই সময় প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা আপত্তিকর ভাষায় কথা বার্তা বলে। পরবর্তীতে হয়রানি করতে তারা আমাদের পরিবারের ৩ সদস্যের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মিথ্যা মামলা দেয়। এতে বর্তমানে ছাত্রীর মা ও বোন জামিন পেলেও তার ভাই ইসমাইল খন্দকার মুন্না এখনো ব্রাহ্মণবাড়িয়া কারাগারে রয়েছে।

এই ঘটনায় তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর দ্রুত পদত্যাগ ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান, উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আহছাবসহ জড়িতদের বিচারের দাবি করেন। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের
সদস্য ও তার সহপাঠীরা উপস্থিত ছিলেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply