উইন্ডিজ সিরিজ সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করেছে টাইগারা

|

উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু করেছে টাইগার ক্রিকেটাররা। সোমবার সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন সাকিব-তামিমরা। হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও বোলিং কোচ ওটিজ গিবসনের অধীনে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করতে সকাল ৯ বিসিবিতে রিপোর্টিং করেছে হোম সিরিজের প্করাথমিক দলে থাকা ক্রিকেটাররা।

সবকিছু ছাপিয়ে বায়োবাবলকেই বেশি প্রাধান্য দিচ্ছে বিসিবি। গেল শুক্রবার ঢাকায় ফিরেছে টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও বোলিং কোচ ওটিজ গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক। অনুশীলনের প্রথমদিন দলের সাথে তারা যোগ দিলেও আরেক ইংলিশ ব্যাটিং কোচ জন লুইসকে নিয়ে এখনও কাটেনি জটিলতা। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পাননি এই ব্রিটিশ কোচ।

বাংলাদেশে আসার পর দু’বার করোনা টেস্ট করানো হয়েছে, প্রতিবারই তার টেস্টের রেজাল্ট এসেছে নেগেটিভ। তারপরও দেশের সর্বোচ্চ পর্যায় থেকে ছাড়পত্র না পাওয়ায় টাইগারদের সাথে যোগ দিতে পারেননি এই কোচ। বিসিবিও চেষ্টা চালিয়ে যাচ্ছে, যতদ্রুত সম্ভব স্বস্থ্য মন্ত্রণালয় থেকে তার ছাড়পত্রের ব্যবস্থা করতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply