ট্রাম্পকে অভিশংসনে প্রতিনিধি পরিষদে ভোট হতে পারে আজ

|

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে পার্লামেন্টের নিম্নকক্ষ- প্রতিনিধি পরিষদে ভোট হতে পারে আজ। এর আগে দীর্ঘ অভিশংসন প্রক্রিয়ায় না গিয়ে দ্রুততম সময়ে প্রেসিডেন্টকে অপসারণে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে প্রস্তাব দেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

মঙ্গলবার পার্লামেন্টে আহ্বান জানানো হয়, সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকরের মাধ্যমে এ পদক্ষেপ নেয়ার। পরে প্রস্তাব প্রত্যাখ্যান করে চিঠি দেন পেন্স। যদিও ট্রাম্পের বিপক্ষে অবস্থান ঘোষণা করেছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির কমপক্ষে ১০ আইনপ্রণেতা। অভিশংসন প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেবেন প্রতিনিধি পরিষদের শীর্ষ রিপাবলিকান সদস্য লিজ চেনি।

দ্বিতীয়বার অভিশংসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট ট্রাম্প। জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায়ে ২০১৯ সালে কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হলেও রিপাবলিকান অধ্যুষিত উচ্চকক্ষে উৎরে যান তিনি। ক্যাপিটল হিলে সহিংসতা উস্কে দেয়ার জন্য দ্বিতীয়বার তাকে অভিশংসনে পার্লামেন্টে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় সোমবার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply