চট্টগ্রামে কাউন্সিলর প্রার্থীদের সংঘর্ষে আ.লীগের বিদ্রোহী কাদেরসহ গ্রেফতার ২৬

|

চট্টগ্রামে কাউন্সিলর প্রার্থীদের সংঘর্ষে আ.লীগের বিদ্রোহী কাদেরসহ গ্রেফতার ২৬

চট্টগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরকে।

বুধবার ভোর রাতে নগরীর ডবলমুরিং থানায় নিহত বাবুল সর্দারের ছেলে সেজান মাহমুদ বাদি হয়ে মামলাটি করেন। এতে আবুদল কাদের-সহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও প্রায় ৪০ জনকে। আবদুল কাদেরসহ ২৬ জনকে এ মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় নজরুলের সমর্থক বাবুল সরদার। গুলিবিদ্ধ হন মাহবুব নামে আরেকজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply