মার্কিন পরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালো বাংলাদেশ

|

‘বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী আল-কায়দা সক্রিয় আছে, হতে পারে হামলা’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি প্রিন্সিপাল ইনফরমেশন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে সশস্ত্র সংগঠন আল কায়েদা সক্রিয় আছে এবং তারা যেকোন স্থানে হামলা চালাতে পারে’। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন। মার্কিন সরকারের গরুত্বপূর্ণ ও উর্ধ্বতন একজন মন্ত্রীর নিকট হতে এমন মন্তব্য আসা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।

বাংলাদেশ তার এমন বক্তব্যের তীব্র বিরোধীতা জানায়। দেশে আল কায়েদার সক্রিয় থাকার এবং হামলা করার কোন প্রমাণ নেই।

একইসাথে যদি মার্কিন দফতর এ সংক্রান্ত কোন প্রমাণ বাংলাদেশ সরকারকে দিতে পারে তবে বাংলাদেশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে কোন প্রমাণ ব্যতীত এমন বক্তব্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে পররাষ্ট্র মন্ত্রণালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply