রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ৫ শতাধিক ঘর পুড়ে ছাই

|

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ৫ শতাধিক ঘর পুড়ে ছাই

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বুধবার রাত দেড়টার দিকে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ক্যাম্পের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময়েই ক্যাম্পের ৫ শতাধিক ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ আব্দুল হান্নান জানান, অগ্নিকাণ্ডে ই ব্লকের সবকটি ঘর পুড়ে গেছে। এতে সাড়ে ৫শ ঘর ছিল। প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া রোহিঙ্গাদের জরুরী সহায়তা প্রদান করা হচ্ছে।

ফায়ার সার্ভিস টেকনাফ স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply