উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের পাশাপাশি গণহত্যাও চালাচ্ছে চীন: মার্কিন কংগ্রেস

|

জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর চালানো নির্যাতনের পাশাপাশি গণহত্যা চালাচ্ছে চীন। বৃহস্পতিবার, মার্কিন কংগ্রেসের দ্বিদলীয় কমিশন প্রকাশ করে নতুন প্রতিবেদন।

বিবৃতিতে জানানো হয়, গেলোবছর মানবতার বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে চীনের প্রদেশটিতে। এমনকি, যুক্তরাষ্ট্রে বসবাসরত উইঘুর মুসলিমদেরও নানাভাবে হয়রানি করছে চীন- এমন দাবি কমিশনের।

অবশ্য, বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করছে শি জিনপিং প্রশাসন। তাদের বক্তব্য- ক্ষমতা ছাড়ার আগ-মুহুর্তে নতুনভাবে চাপ প্রয়োগ করতে চাইছে ট্রাম্প প্রশাসন।

চীন আরও জানায়, শিক্ষা প্রদান ও শ্রমবাজারে সক্ষম হিসেবে গড়ে তোলার জন্যেই পরিচালিত হয় প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু, জাতিসংঘের অভিযোগ- প্রশিক্ষণ প্রদানের অজুহাতে কমপক্ষে ১০ লাখ উইঘুর মুসলিমকে বন্দি রাখা হয়েছে। জোরপূর্বক তাদের ধর্মান্তর এবং চৈনিক মতাদর্শ গ্রহণে বাধ্য করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply