চীনের সিনোভ্যাক করোনা টিকা গ্রহণ করলেন এরদোগান

|

চীনের সিনোভ্যাক করোনা টিকা গ্রহণ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বৃহস্পতিবার, দেশের জনগনকে উৎসাহিত করার লক্ষ্যেই তিনি নেন ভ্যাকসিন।

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি অন্যান্য রাজনৈতিক নেতা এবং পার্লামেন্টের আইনপ্রণেতাদের টিকাগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন- নজির স্থাপন করলেই জনগনকে আনা সম্ভব টিকাদান কর্মসূচির আওতায়।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রথমেই টিকা পেয়েছেন দু’লাখ ৫৬ হাজার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনার্স। মে মাস নাগাদ, তুরস্কের নিজস্ব উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ছাড়পত্র পেতে পারে, এমন ইঙ্গিতও দেন প্রেসিডেন্ট।

একইদিন, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং তাঁর পরিবারের বাকি সদস্যরাও গ্রহণ করেন করোনা প্রতিরোধক টিকা। দেশটি ফাইজার ও সিনোফার্মার ভ্যাকসিন কিনেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply