শুরু হয়েছে দেশের ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ

|

শুরু হয়েছে দেশের ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ

দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রে হাজির হতে শুরু করেন ভোটাররা। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন নির্বাচনী কর্মকর্তারা।

এদিকে ফেনীর দাগনভূইয়ার একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্যসহ ২ জন আহত হয়েছেন। কেন্দ্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাগেরহাটের মোংলায় কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপি’র মেয়র প্রার্থী। এছাড়া অন্য কোথাও এখন পর্যন্ত সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।

এবার ইভিএমে ভোট হচ্ছে ২৮টিতে। বাকি ৩২টিতে ব্যালটে ভোট নেয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র‍্যাব ও বিজিবি।

৬০টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২৮৬ প্রার্থী। ভোটারের সংখ্যা ২২ লাখ ৪০ হাজার ২২৬ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply