করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’র ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য গ্লোব বায়োটেকের আবেদন

|

দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’র ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। রোববার দুপুরে বিএমআরসিতে গ্লোবের পক্ষে এই আবেদন করা হয়।

একই সাথে প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়ালের জন্য আবেদন করেছেন কর্মকর্তারা। তারা জানান, চূড়ান্ত অনুমোদনের সাত থেকে দশ দিনের মধ্যে ট্রায়ালে যেতে পারবেন তারা। ১৮ বছরের বেশি বয়সী সুস্থ মানুষকে ট্রায়াল ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

এ মাসেই নিজেদের ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের ট্রায়াল শুরু করতে চায় গ্লোব বায়োটেক। এর আগে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনেরও অনুমতি পেয়েছে তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন ধাপে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সময় লাগতে পারে ৫ মাসের মতো। সব ঠিকঠাক থাকলে জুন নাগাদ টিকা বাজারে আনার পরিকল্পনা গ্লোব বায়োটেকের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply