দিন শেষে বাংলাদেশই এগিয়ে

|

প্রথম ইনিংসে ২৬০ রানে গুটিয়ে যাওয়ার পর ফিল্ডিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে টাইগাররা। ১৪ রানেই তুলে নিয়েছে ৩টি উইকেট। দিন শেষে অজিদের সংগ্রহ ৩ উইকেটে ১৮ রান।

অজিদের ইনিংসে মাত্র ৯ রান তুলতে প্রথম আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ার্নারকে ফেরান তিনি। দলীয় ১৪ রানে রান আউট হন ওসমান খাজা। এরপর সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলয়নে ফেরেন লায়ন। এতে মাত্র ১৪ রানে ৩ উইকেট খুইয়ে বসে অস্ট্রেলিয়া।

এর আগে বাংলাদেশ নিজেদের ইনিংসে ১০ রানে প্রথম তিন উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে। বল নিচু হয়ে আসা মাঠে প্রথম আঘাত হানেন অজি পেসার প্যাট কামিন্স। একে একে সাজঘরে ফেরেন সৌম্য সরকার, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। এরপর হাল ধরেন ৫০তম টেস্ট খেলতে নামা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ফিফটির দেখা পেয়েছেন দুজনই। দুই বন্ধুর জুটি ভাঙ্গে ম্যাক্সওয়েলের পার্ট টাইম অফস্পিনে। লাফিয়ে ওঠা একটা বল খেলতে গিয়ে ৭১ রানে গালিতে ক্যাচ দেন তামিম। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে সাকিবও ফিরে যান ৮৪ রানে।

দুই সেট ব্যাটসম্যানের আউট হওয়ার মাঠে এসে টিকতে পারেননি অধিনায়ক মুশফিকুর রহিমও। লাঞ্চের আগে ও পরের কিছুটা সময়ের আলোর ঝলকানি চা বিরতির কিছুক্ষণ আগে থেকেই মিইয়ে যেতে থাকে। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় শেষ পর্যন্ত ২৬০ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস।

কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply