বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল নিয়ে ইউটার্ন বাফুফের

|

এবছরের মার্চে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুষ্ঠিত হবার কথা থাকলেও সেটি আর হচ্ছে না কিন্তু কেনো বা কি করানে টুর্নামেন্ট আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে বাফুফে অথবা কবে হবে বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট এমন প্রশ্নের উত্তর মিলাতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

বাফুফের কর্তাদের কথা শুনে মনে হচ্ছে আসছে জুনে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে তারা। তবে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ফুটবল ফেডারেশন। আসছে মার্চে বিশ্বকাপ ও এশিয়া কাপ ফুটলের বাছাই পর্বের আরও তিনটি ম্যাচ খেলতে কাতার যেতে হবে জাতীয় দলের।

সেন্ট্রাল ভেন্যু হিসাবে ম্যাচগুলো আয়োজন করবে পরবর্তী বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত না হলেও ফুটবল ফেডারেশন ব্যস্ত সময় কাটাচ্ছে সেই পরিকল্পনা সাজাতেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply