ট্রাম্পের সিদ্ধান্ত পাল্টে দেবেন বাইডেন, বহাল থাকবে ভ্রমণ নিষেধাজ্ঞা

|

ট্রাম্পের সিদ্ধান্ত পাল্টে দেবেন বাইডেন, বহাল থাকবে ভ্রমণ নিষেধাজ্ঞা

ব্রিটেন, ইইউ-ভুক্ত দেশ আর ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সরকার। শপথ গ্রহণের দু’দিন আগে এ তথ্য নিশ্চিত করেছেন হবু প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনা পরিস্থিতির অবনতির কারণে গেলো বছর বিভিন্ন সময়ে এ নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। এক সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়ে সোমবার ডিক্রি জারি করে ট্রাম্প প্রশাসন। বাইডেনের শপথ গ্রহণের ছয়দিন পর, আগামী ২৬ জানুয়ারি নিষেধাজ্ঞার শেষ দিন বলে উল্লেখ করা হয় ডিক্রিতে। মেয়াদ শেষ হওয়ার একদিন আগে এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে চীন আর ইরানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা অব্যাহত রাখার কথাও বলা হয়।

পরে টুইট বার্তায়, বিদায়ী সরকারের এ সিদ্ধান্ত নাকচের কথা জানায় বাইডেন প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply