বিতর্কিত কৃষি আইন ইস্যুতে ভারত সরকারের সমঝোতার প্রস্তাব কৃষকদের আবারও প্রত্যাখ্যান

|

ভারতে বিতর্কিত কৃষি আইন ইস্যুতে সরকারের সমঝোতার প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করলেন আন্দোলনরত কৃষকরা। আইন বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

আজ সরকারের শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে ১১তম বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ বার্তা পৌঁছে দেবেন কৃষক ইউনিয়নের প্রতিনিধিরা। এর আগে বুধবার হয় দশম বৈঠকটি। সেখানে, তিনটি কৃষি বিল আইন হিসেবে কার্যকর ১৮ মাস পর্যন্ত স্থগিতের প্রস্তাব দেন সরকারের প্রতিনিধিরা। পরদিন বৃহস্পতিবার, পাঞ্জাবে সারা ভারতের ৩২টি কৃষক ইউনিয়নের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে ১৭টি ইউনিয়ন; সমর্থন জানায় ১৫টি।

দিল্লিতে সেপ্টেম্বর থেকে চলছে বিক্ষোভ। শীতের মৌসুমেও রাজপথে টানা অবস্থান করে তীব্র ঠাণ্ডায় প্রাণ গেছে প্রায় দেড়শ’ কৃষকের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply