শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে মাউশি’র নির্দেশনা

|

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা বলয় নিশ্চিত করতে বলা হয়েছে।

শুক্রবার মাউশির মহাপরিচালক প্রফেসর ড সৈয়দ মো. গোলাম ফারুক সাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, কোভিড-১৯ অতিমারি কালীন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একটি গাইড লাইনও তৈরি করা হয়েছে।

চিঠিতে আর বলা হয়, ৪ ফেব্রুয়ারির মধ্যে এই সুরক্ষা নিশ্চিত করতে হবে। যেন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু করা যায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply