কক্সবাজারে ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

|

ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

কক্সবাজারে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধার জাহাজ। তাদের সাথে যুক্ত হয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার। তবে এখনো পাওয়া যায়নি নিখোঁজ ৮ জেলেকে।

কোস্টগার্ড জানায়, গতকাল সকালে ২৬ জন মাঝি নিয়ে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে ‘এফভি যানযাবিল’ নামের ট্রলারটি ডুবে যায়। কোস্টগার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ ও নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ উদ্ধারের কাজ শুরু করে। জীবিত উদ্ধার হয় ১৪ জেলে।

এছাড়া, পাওয়া যায় চারজনের মরদেহ। এক সপ্তাহ আগে চট্টগ্রামের কর্ণফুলী থেকে ট্রলার নিয়ে বেরিয়েছিলেন তারা। ঘনকুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply