লিবিয়া উপকূল থেকে ৩৭৪ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

|

ছবি: সংগৃহীত

লিবিয়া উপকূল থেকে ৩৭৪ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করলো ফরাসি এনজিও পরিচালিত উদ্ধারকারী জাহাজ, মেডিটারনিয়ান এসওএস। শনিবার নিশ্চিত করা হয় বিষয়টি।

বৃহস্পতিবার ও শুক্রবার ভূমধ্যসাগরে চালানো হয় অভিযান। বেশকিছু রাবারের নৌকা এবং ডিঙ্গি থেকে উদ্ধার করা হয় অভিবাসন প্রার্থীদের। তাদের সবাই গিনি-সুদান ও সিয়েরা লিওনের নাগরিক।

মানবাধিকারকর্মীরা জানান, উদ্ধার পাওয়াদের মধ্যে সদ্যজাতসহ ১৬৫ শিশু রয়েছে; যাদের বেশিরভাগই অভিভাবকহীন। আফ্রিকার দেশগুলো থেকে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর হয়ে ইউরোপ পাড়ি জমান-লাখো মানুষ।

গেলো বছরই প্রাণ হারিয়েছেন ১২শ’র বেশি মানুষ। আর ইতালি উপকূলে পৌঁছাতে পেরেছেন অন্তত ৩১ হাজার। তবে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ৪০ হাজারের মতো অভিবাসনপ্রত্যাশীকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply