আমি অক্সফোর্ডের ভ্যাকসিন নেবো: পাপন

|

ফাইল ছবি।

নিজেই অক্সফোর্ডের ভ্যাকসিন নিবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। প্রথম ডোজ নেয়ার ইচ্ছে থাকলেও সপ্তাহে খানেক পরে নিবেন তিনি।

রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, ব্যক্তিগতভাবে যে ওষুধ সেবন করেন তার পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সপ্তাহখানেক পরে ভ্যাকসিন নেবেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দুই মাসের মধ্যে এক কোটি ভ্যাকসিন আনার পরিকল্পনা আছে। বেক্সিমকো নিজেই এই ভ্যাকসিন উৎপাদন করতে চায় ভবিষ্যতে। এছাড়াও জনসন ও নোভাভ্যাক্স ভ্যাকসিন আনার পরিকল্পনাও আছে বেক্সিমকোর।

পাপন আর জানান, ভারত যে দামে ভ্যাকসিন কিনবে বাংলাদেশও সেই দামেই ভ্যাকসিন কিনবে। প্রাথমিকভাবে ভ্যাকসিন টঙ্গীর ওয়্যার হাউজে রাখা হবে। সব প্রক্রিয়া শেষে ছাড়পত্র পেলে তা ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছে হস্তান্তর করা হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply