দেশের মাটিতে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব আল হাসান

|

এই সিরিজেই মিরপুরে রেকর্ড গড়েছিলেন আড়াই হাজার রান ও ১০০ উইকেটের। তবে তৃতীয় ওয়ানডেতে গড়েছেন নতুন রেকর্ড। নিজের হোম ভেন্যুতে ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরমেট মিলিয়ে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের রেকর্ড গড়েছেন টাইগারদের পেস্টার বয় সাকিব। বিশ্বের কোন ক্রিকেটার গড়তে পারেনি এই রেকর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠে তিনশরও বেশি উইকেট ছিল আগে থেকেই। সোমবার চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলেন।

৬ হাজার রান ও ৩০০ উইকেটের মালিক হওয়ার পথে সাকিবকে খেলতে হয়েছে ১৭০ আন্তর্জাতিক ম্যাচ। দেশের মাটিতে ৩৭টি টেস্টে সাকিব রান করেন ২৪৭৭। আর বল হাতে উইকেট ছিলো ১৪২টি। ১০২ ওয়ানডে ম্যাচে আল হাসানের রান ২৮৯০। প্রতিপক্ষের উইকেট শিকার করেছিলেন ১৫৫ উইকেট। ৩১ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে করেন ৬৭৮ রান আর উইকেট নিয়েছেন ৩৯ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply