যুক্তরাজ্য থেকে সিলেট আসা ২৮ যাত্রী করোনা পজেটিভ

|

যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ যাত্রী করোনাভাইরাস আক্রান্ত। সোমবার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ব্রিটেনে করোনার নতুন প্রজাতি ছড়িয়ে পড়ায় আক্রান্তদের ওপর বিশেষ দৃষ্টি রাখা হয়েছে।

গত ২১ জানুয়ারি বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে তারা দেশে আসেন। এরপর নগরীর বিভিন্ন হোটেলে তারা কোয়ারেন্টাইনে ছিলেন। নিয়ম অনুযায়ী তাদের ৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা। সে হিসেবে তাদের নমুনা পিসিআর টেস্টে দেয়া হয়।

তাদের মধ্যে সোমবার ২৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের ১৫ জন হোটেল নূরজাহান, ৫ জন হোটেল ব্রিটানিয়া, ৪ জন হলিগেট, ৩ জন হোটেল লা রোজে এবং ১ জন হোটেল হলি সাইডে অবস্থান করছিলেন।

পজেটিভ শনাক্তের পর পরই তাদের খাদিমপাড়ার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়েছে। যুক্তরাজ্যে করোনার নতুন প্রজাতি ছড়িয়ে পড়ার পরও বাংলাদেশ বিমান ফ্লাইট চালু রেখেছে। সপ্তাহে দু’দিন লন্ডন থেকে সিলেট হয়ে দেশে আসে তাদের দুটি ফ্লাইট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply