বাকিদের সাথে ব্যবধান বাড়ালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

|

প্রায় এক বছর পরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে মাঠে নেমেই নিজেদের মেলে ধরেছেন টাইগার ক্রিকেটাররা। উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পরেই আইসিসির থেকে শুভ সংবাদ পেয়েছে ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা টাইগারদের অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের মোহাম্মদ নবীর সাথে ব্যবধান বাড়িয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন সাকিব।

উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ মিলিয়ে ১১৩ রান ও ৬ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান। তাতেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে সাকিব। সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৪২০। র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা নবীর বর্তমান রেটিং পয়েন্ট ২৯৪।

এছাড়া আইসিসির ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-তে উঠে এসেছেন মুশফিকুর রহিম, ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে তার। একধাপ এগিয়ে তামিম ইকবালের স্থান ২২ তম। পাাঁচ ধাপ এগিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন ৪৯-তম স্থানে।

আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিং

অবস্থান নাম রেটিং
১ম সাকিব আল হাসান ৪২০
২য় মোহাম্মদ নবী ২৯৪
৩য় ক্রিস ওকস ২৮১
৪র্থ বেন স্টোকস ২৭৬
৫ম ইমাদ ওয়াসিম ২৭১

ওয়ানডেতে আইসিসির ব্যাটসম্যানদের র‍্যাংকিং

অবস্থান নাম রেটিং
১ম বিরাট কোহলি ৮৭০
২য় রোহিত শর্মা ৮৪২
৩য় বাবর আজম ৮৩৭
৪র্থ রস টেলর ৮১৮
৫ম অ্যারন ফিঞ্চ ৭৯১
৬ষ্ঠ ফ্যাফ ডু প্লেসিস ৭৯০
৭ম ডেভিড ওয়ার্নার ৭৭৩
৮ম কেন উইলিয়ামসন ৭৬৫
৯ম কুইন্টন ডি কক ৭৫৫
১০ম জনি বেয়ারস্টো ৭৫৪


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply