দেশের ৩৪ জেলায় পাঠানো হচ্ছে করোনার টিকা

|

গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকোর ওষুধ কারখানা থেকে ভারত থেকে আসা করোনাভাইরাসের টিকা ৩৪ জেলায় পাঠানো শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টিকা পাঠানো শুরু করেছে বেক্সিমকো ওষুধ কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভারত থেকে আসা ৫০ লাখ টিকা ওই কারখানায় রক্ষিত ছিল। বৃহস্পতিবার প্রথম পর্যায়ে দেশের ৩৪ জেলায় ২৬ লাখ ৪ হাজার ডোজ টিকা পাঠানো শুরু হয়েছে। টঙ্গীর বেক্সিমকো কারখানা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত ফ্রিজার গাড়িতে করে টিকাগুলো পাঠানো হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply