ইউরোপের রেনেসাঁ যুগের একটি চিত্রকর্ম বিক্রি

|

ইউরোপের রেনেসাঁ যুগের একটি চিত্রকর্ম বিক্রি

ইউরোপের রেনেসাঁ যুগের একটি চিত্রকর্ম বিক্রি হলো ৯ কোটি ২২ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৭৮১ কোটি ৪৪ লাখ টাকা।

বৃহস্পতিবার নিউইয়র্কে সোদেবি অকশন হাউজের নিলামে এ দামে বিক্রি হয় সান্দ্রো বত্তিচেলির ‘ইয়াং ম্যান হোল্ডিং আ রাউন্ডেল’ ছবিটি। ৬শ’ বছর পরও বত্তিচেলির আঁকা ছবিগুলোর মধ্যে টিকা থাকা দুর্লভ ছবির একটি এটি। ইতালীয় এ চিত্রশিল্পীর আঁকা কোনো ছবি এতো বিপুল দামে বিক্রির ঘটনা এটাই প্রথম।

ফোন আর অনলাইনে অনুষ্ঠিত এ নিলামে ছবিটির ক্রেতার নাম-পরিচয় প্রকাশ করেনি সোদেবি। ১৫ শতকে আঁকা বত্তিচেলির ‘বার্থ অব ভেনাস’ আর ‘প্রিমাভেরা’ শোভা পাচ্ছে ফ্লোরেন্সের উফিজি গ্যালারি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply