এইচএসসি ও সমমানের ফল আজ

|

ফাইল ছবি।

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হবে আজ। সকাল সাড়ে ১০টায় ভার্যাচুয়ালি গণভবন থেকে ফল প্রকাশের অনুষ্ঠানে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে আনুষ্ঠানিক ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের কাছ থেকে ফলাফলের অনুলিপি গ্রহণ করবেন। এরপর বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইড ও মোবাইলের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

এর আগে পরীক্ষা ছাড়া উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে জাতীয় সংসদে তিনটি আইন পাশ করা হয়। আইনটি সংশোধনের পর গেজেট আকারে প্রকাশের পর ফলাফল প্রকাশ করা হচ্ছে।

২০২০ সালে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৬৫ হাজারের বেশি শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে করোনা মহামারিতে ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply