কুয়েত অফিসিয়ালি জানালেই পাপুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

|

সংসদ সদস্য পাপুলের সাজার বিষয়ে কুয়েত সরকার অফিসিয়ালি বাংলাদেশকে জানালেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

তিনি বলেন, তার সাজা বাংলাদেশের জন্য লজ্জাজনক। এর আগেও কুয়েতকে কয়েক দফা এমপি পাপুলের বিষয়ে জানাতে চিঠি দেয়া হয়েছে। কিন্তু তারা কোনো উত্তর দেননি।

তিনি আরও বলেন, গণমাধ্যমে তার সাজার বিষয়ে জানার পর কুয়েত সরকারকে আবারও চিঠি দেয়া হয়েছে। তারা অফিসিয়ালি জানালেই সংসদে এ নিয়ে আলোচনা করা হবে।

এদিকে, মানবপাচার মামলায় কুয়েত সরকার এমপি পাপুলকে চার বছরের সাজা দিয়েছেন। ওই দেশের জেলে আছেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply