গোবিন্দগঞ্জে আ’লীগের ভরাডুবি, বিদ্রোহী প্রার্থীর বিশাল জয়

|

স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মো. মুকিতুর রহমান রাফি।

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল আ’লীগের (নৌকা) প্রতীকের প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মো. মুকিতুর রহমান রাফি। নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ১১ হাজার ১৪৯ ভোট।

শনিবার রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের কন্ট্রোল রুম থেকে ঘোষিত ফলাফলে মুকিতুর রহমান রাফিকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোতালিব।

আব্দুল মোতালিব তার ঘোষিত ফলাফলে জানান, পৌর নির্বাচনে মোট ১৫টি কেন্দ্রের ফলাফলে নারিকেল গাছ প্রতীকে মুকিতুর রহমান রাফি পেয়েছের ১১ হাজার ১৪৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী ফারুক আহমেদ (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৯৪ ভোট। এছাড়া অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের খন্দকার জাহাঙ্গীর আলম (নৌকা) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৯ ভোট।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক আহমেদের প্রাপ্ত ৫ হাজার ৪৯৪ ভোটের চেয়ে মুকিতুর রহমান রাফি ৫ হাজার ৬৫৫ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

এদিকে, নির্বাচনে মেয়র পদে অপর দুই প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আনিসুর রহমান (হাতপাখা) পেয়েছেন ২১৮ ভোট এবং একমাত্র নারী প্রার্থী জহুরা খাতুন আনিকা (মোবাইল ফোন) প্রতীকে পেয়েছেন মাত্র ৫০ ভোট।

গোবিন্দগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি ভোটকেন্দ্রের ৮৩টি ভোটকক্ষে মোট ভোটের ২৯ হাজার ৯৭৯ জন। এরমধ্যে ২২ হাজার ৩৪৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়েছে শতকরা ৭৪.৫৪%। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টায় ভোট শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply