শুরু হলো ভাষার মাস

|

একুশ মানেই ভাষার মাস, একুশ মানেই ত্যাগ। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন দিয়ে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক এই মাসকে করেছেন গৌরবান্বিত ও মহান। যার ফলে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর স্বীকৃতি পেয়েছে।

বিশ্ব পরিমণ্ডলে অনন্য সত্ত্বা নিয়ে আত্ম পরিচয়ে উদ্ভাসিত হয়েছে অমর একুশের বইমেলা। দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে এই মেলার ব্যাপ্তি। তবে করোনা মহামারির কারণে আজ সামাজিকভাবে ফেব্রুয়ারির শুরু কিছুটা ম্লানভাবে হলেও প্রাণের উচ্ছ্বাসে ভিন্ন তরঙ্গে এদেশের প্রতিটি মানুষের প্রাণের ধারায় সুরেলা মেজাজে নিরন্তর বয়ে যাবে, ‘আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।

আজ থেকে শুরু হলো ভাষার মাস, রক্তে রাঙানো ফেব্রুয়ারি মাস। এবার করোনা পরিস্থিতির কারণে ফেব্রুয়ারির শুরুটা একেবারেই অচেনা বাঙালির কাছে। বাঙালির জীবনে একুশ মানে মাথা নত না করা, একুশ মানে জ্বলে ওঠা, একুশ মানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, একুশ মানে মাসব্যাপী বাঙালির প্রাণের মেলা মহান একুশের গ্রন্থমেলা। এবার ফেব্রুয়ারি মাস শুরু হচ্ছে সেই বই মেলা ছাড়াই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply