সুচির আটকের ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা

|

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং প্রশাসন।

রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’সহ সরকারি শীর্ষ কর্মকর্তাদের ধরপাকড় আটকের ঘটনায় গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি জে ব্লিংকেন। অবিলম্বে সবার মুক্তি দাবি করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের জনতার গণতন্ত্র-মুক্তি-শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য বরাবর যুক্তরাষ্ট্র কাজ করবে এমন প্রতিশ্রুতিও দেন বিবৃতিতে।

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও জানিয়েছেন মিয়ানমার থেকে উদ্বেগজনক খবরে তারা হতাশ। অবিলম্বে রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানানো হয়। জাপান সরকারের তরফ থেকেও সেনাবাহিনীর সাথে শান্তিপূর্ণ সমঝোতা আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে।

অন্যদিকে মানবাধিকার সংগঠন- হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি, দুঃস্বপ্নের শঙ্কাই সত্য হলো। কিন্তু রাজনীতিকদের বন্দিদশা মেনে নেবে না বিশ্ব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply