অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় সুনামগঞ্জে গাছে বেঁধে সাংবাদিককে মারধর

|

সুনামগঞ্জ প্র‌তি‌নি‌ধি:
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদী‌তে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের ছ‌বি তোলায় এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার সাংবা‌দিক কামাল হো‌সেন রা‌ফি দৈনিক সংবাদ প‌ত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি হি‌সে‌বে কর্মরত আছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপ‌জেলার বাদাঘাট ইউ‌নিয়‌নের যাদুকাটা নদী‌তে পার কে‌টে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে যান সাংবা‌দিক কামাল হো‌সেন রা‌ফি। সেখা‌নে ঘটনার সত্যতা পে‌য়ে ছ‌বি তো‌লেন তি‌নি। এসময় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারী চক্রের মাহমুদুল, রইছসহ ক‌য়েকজন তা‌কে মারধর শুরু ক‌রে। প‌রে তা‌কে পার্শ্ববর্তী ঘাগটিয়া চকবাজারে গাছের সাথে বেঁধে আবার বেধড়ক মারধর ক‌রে। প‌রে স্থানীয় সাংবা‌দিক আবির হো‌সেন মা‌নিকসহ ক‌য়েকজ‌নের সহ‌যো‌গিতায় সেখান থে‌কে ছাড়া পান তি‌নি। ‌

খবর পে‌য়ে বাদাঘাট পু‌লিশ ফাঁ‌ড়ির এক‌টি দল ঘটনাস্থ‌লে যায়।

স্থানীয় সাংবা‌দিক আবির ‌হো‌সেন মা‌নিক জানান, যাদুকাটা নদী‌তে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের ছ‌বি তুলতে গে‌লে সাংবা‌দিক কামাল‌কে গা‌ছের স‌ঙ্গে বেঁধে মারধর ক‌রা হয়। প‌রে তা‌কে আমরা উদ্ধার ক‌রি।

মারধরের শিকার কামাল হো‌সেন রা‌ফি ব‌লেন, অবৈধভাবে পার কে‌টে বালু পাথর উত্তোলন করার সময় ছ‌বি তুলতে গে‌লে মাহমুদুল, রইছ,দীন ইসলামসহ ক‌য়েকজন আমা‌কে ছবি তুলতে বাঁধা দেয় এবং রড, দা দি‌য়ে মারধর ক‌রে। প‌রে সেখান ঘাগটিয়া চকবাজারে নি‌য়ে গাছের সাথে বেঁধে আরেক দফা মারধর ক‌রে। আমি এখন হাসপাতা‌লে চি‌কিৎসা নিচ্ছি, থানায় অভিযোগ দেব।

বাদাঘাট পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থ‌লে পু‌লিশ আছে, বিষয়‌টি তদন্ত ক‌রে দেখা হ‌চ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply