গবেষণায় টাকা দিলে বাজারে প্রচলিত ভ্যাকসিন ৬ মাসের মধ্যে তৈরি করা সম্ভব: ড. জাফরুল্লাহ

|

সরকার যদি গবেষণার জন্য টাকা দেয় তাহলে বাজারে যত ভ্যাকসিন আছে সেগুলোর প্রত্যেকটি ৬ মাসের মধ্যে তৈরি করা সম্ভব। এমন দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য অর্থ বরাদ্দ দেয়া উচিৎ। ব্যবসার দিকে নজর না দিয়ে গবেষণার দিকে নজর দেয়ার আহ্বান জানান তিনি।

দেশে অক্সফোর্ডের টিকা তৈরি ও গবেষণার জন্য করণীয় ঠিক করতে সরকারকে ড. ইউনূসের সহায়তা নেয়ার পরামর্শও দেন ডা. জাফরুল্লাহ।

দেশে করোনার নতুন একটি মিউটেশন পাওয়া গেছে বলে দাবি গণস্বাস্থ্য কেন্দ্রের। তবে এতে ভয়ের কারণ নেই। জনগণকে যত বেশি টিকার আওতায় আনা যাবে মিউটেশন ততই কম হবে জানান গবেষকরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply