শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামির সাজা বহাল চেয়েছে রাষ্ট্রপক্ষ

|

গোপালগঞ্জের কোটালিপাড়ায় বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামির সাজা বহাল চেয়েছে রাষ্ট্রপক্ষ।

রায় ঘোষণার জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ওয়াসিম আকতার, রাশেদ ড্রাইভার, ইউসুফ, শেখ ফরিদ, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু বক্কর, মাওলানা ইয়াহিয়া, শফিকুর রহমান, আবদুল হাই ও আবদুর রউফ।

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ২০১৭ সালের ২০ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগম ১০ জঙ্গির মৃত্যুদণ্ড দেন। এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয় চার আসামির। মামলার রায়সহ সকল নথি ওই বছরের ২৪ আগস্ট হাইকোর্টে পাঠানো হয়। প্রধান বিচারপতির কাছে নথি উপস্থাপন করা হলে তিনি পেপারবুক তৈরির নির্দেশ দেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply