টেস্টের প্রথম দিনে দুটি বড় ভুল করেছে বাংলাদেশ: আকরাম খান

|

আকরাম খান-ফাইল ছবি

উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪২ রান। প্রথম দিনের এই স্কোরকে খুব খারাপ বলছেন না বিসিবির অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তবে, ১৫৪ বলে ৫৯ রানের ধৈর্যশীল ব্যাটিং করা সাদমান আউট হবার পরে টিভি রিপ্লেতে দেখা যায় সেটা আউট ছিল না। রিভিউ নিলে নিজের ইনিংস আরও দীর্ঘ করতে পারতেন সাদমান। এই ব্যাপারটা নিয়ে একটু অসন্তুষ্ট আকরাম খান

তিনি বলেন, ব্যাটসম্যানদের খেলা ঠিক আছে। তবে দুইটা উইকেটই বিরাট ভুল হয়েছে। একটা হল সাদমান, আউটই ছিল না। যেহেতু তিনটা রিভিউ ছিল, এখানে রিভিউ আরামেই নেওয়া যেত। এটা বড় ভুল হয়েছে।

সাদমানের সাথে নাজমুল হোসেন শান্তর আউটের ব্যাপারটিও আক্ষেপ জাগিয়েছে আকরামের মনে। শান্ত ৫৮ বলে ২৫ রান করে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান প্রথম সেশনেই।

এ ব্যাপারে আকরাম বলেন, রান আউট তো দেখেছেন। শান্ত ভালো ব্যাটিং করছিল। ও অনেক মেধাবী। যত তাড়াতাড়ি দলে সেট হবে তত ভালো। আজ ব্যাটিং ভালো লাগছিল, সুযোগটা হাতছাড়া হয়েছে।

আকরাম খান আশা প্রকাশ করেণ সাকিব আর লিটন মিলে বড় একটি সংগ্রহই এনে দিবে বাংলাদেশকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply