ব্রাজিলে বাঁধ ধসের ঘটনায় ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে খনির মালিক

|

ব্রাজিলে বাঁধ ধসের ঘটনায় ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে খনির মালিক

ব্রাজিলে আলোচিত বাঁধ ধসের ঘটনায় ৭শ’ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে খনির মালিক প্রতিষ্ঠান ভেল। দু’বছর আগের ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৭০ জনের।

ব্রাজিলের মিনাস গেরিয়াস প্রদেশে ফেইজাও লোহার খনির বাঁধ ভেঙে ওই দুর্ঘটনা ঘটে। ধসে যাওয়া বাধে খনির বর্জ্য আটকে রাখা হয়েছিলো। দুর্ঘটনার পর হাজার হাজার টন বর্জ্য লোকালয়ে ছড়িয়ে পড়ে। কেবল প্রাণহানি নয়, বিশাল এলাকাজুড়ে দেখা দেয় পরিবেশ বিপর্যয়।

এ ঘটনায় খনির পরিচালক ভেল’র বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় মিনাস গেরিয়াস প্রদেশ। দফায় দফায় শুনানি এবং বৈঠকের পর অবশেষে ৭শ’ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয় ভেল। এর আওতায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন ও দূষণমুক্ত করা হবে। ক্ষতিপূরণ পাবে হতাহতদের স্বজনরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply