লিবিয়ায় নতুন অন্তর্বর্তী সরকার, স্বাগত জানাল জাতিসংঘ

|

লিবিয়ায় নতুন অন্তর্বর্তী সরকার, স্বাগত জানাল জাতিসংঘ

লিবিয়ায় নবগঠিত অন্তবর্তী সরকারকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। অস্থায়ী সরকারকে সমর্থন দিতে দেশটির বিবদমান পক্ষগুলো ও আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

শুক্রবার জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় গঠিত হয়েছে লিবিয়ার তিন সদস্য বিশিষ্ট প্রেসিডেন্সি কাউন্সিল। যার নেতৃত্বে আছেন সাবেক কূটনীতিক মোহাম্মেদ আল মেনফি। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আব্দুল হামিদ দেবেইবেহ।

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। গত কয়েকদিন সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর আসে এ সিদ্ধান্ত। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়ার রাজনীতিতে চলছে চরম অস্থিতিশীলতা। রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ জাতিসংঘ নিয়ন্ত্রিত সরকারের হাতে। অন্যদিকে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ বিদ্রোহী খলিফা হাফতারের হাতে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, অস্ত্রবিরতির পর নির্বাচনের প্রস্তুতি সত্যিই সুখবর। এর অর্থ হলো সঠিক পথেই যাচ্ছে লিবিয়া। আমার বিশ্বাস নতুন পদক্ষেপ নিয়ে কারও আপত্তি থাকবে না। বেশ কয়েকটি দেশ এরই মধ্যে তাদের সমর্থনও জানিয়েছে। লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় নতুন কর্তৃপক্ষের সাথে সবার সহযোগিতা জরুরি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply