৩০ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত দেখলো ভারতের শিমলা

|

৩০ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত দেখলো ভারতের পর্যটন নগরী শিমলা। শুক্রবার ২৪ ঘণ্টায় ৫৭ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে হিমাচল প্রদেশের জেলাটিতে।

এতে শিমলা শহর ও আশপাশের এলাকায় আড়াই ফুট পর্যন্ত বরফ জমে যায়। তুষারের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে পাহাড়ি এলাকাটিতে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

তবে তুষারপাতের পর অপরূপ সাজে সেজেছে পর্যটন এলাকাটি। বরফের শুভ্র চাদরে ঢাকা পড়েছে পাহাড়-গাছপালা। তীব্র শীত উপেক্ষা করেই শিমলার বাসিন্দারা শনিবার তুষারের সৌন্দর্য উপভোগ করতে বাড়ি থেকে বের হন। বরফ-ঢাকা পাহাড় দেখতে অনেকেই চড়ে বসেন শিমলা-কালকা রুটের ট্রেনে।

সবশেষ ১৯৯১ সালে ৫৪ সেন্টিমিটার তুষারপাত হয়েছিলো শিমলায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply