জীবন পেয়ে মায়ার্সের সেঞ্চুরি, চাপে বাংলাদেশ

|

অভিষেক টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেয়েছেন কাইল মায়ার্স। তবে নাজমুল হোসেন শান্তর হাতে জীবন না পেলে ফিফটি-ই করা হতো না তার।

৪৯ রানে মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন কিন্তু শান্ত তালুবন্দি করতে পারেননি। সেই মায়ার্স ছুঁলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। ১৭৮ বলে মোস্তাফিজুর রহমানকে চার মেরে অভিষেক টেস্টেই সেঞ্চুরির রেকর্ডে নাম লেখান। এর আগে ১০৬ জন ক্রিকেটার অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন।

মিরাজের বলে স্লিপে দাঁড়িয়ে হাফসেঞ্চুরিয়ান মায়ার্সের ক্যাচ ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সে বলে পাওয়া সিঙ্গেল থেকে ফিফটি পূরণ হয় মায়ার্সের। এর পর ইনিংসের ৫০তম ওভারে তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদেও পড়েছিলেন মায়ার্স। আম্পায়ার আউট দেননি। রিভিউও নেননি মুমিনুল। পরে রিপ্লেতে দেখা যায়, বলটি লেগস্টাম্পে আঘাত হানত। মায়ার্সকে দ্বিতীয় জীবন দিলেন মুমিনুল- এমনটিই বক্তব্য বিশ্লেষকের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply