গণহত্যার শিকার ইয়াজিদি পুরুষদের দেহাবশেষ গণকবর থেকে তুলে রীতি মোতাবেক দাফন

|

আইএস গণহত্যার শিকার ইয়াজিদি সম্প্রদায়ের ১০৪ সদস্যের দেহাবশেষ গণকবর থেকে তুলে ইরাকের সিনজার পার্বত্য এলাকায় দাফন করা হলো।

শনিবার, ইরাকের নিনেভাহ্ প্রদেশের কোহো গ্রামে স্বজনদের উপস্থিতিতে রীতি মোতাবেক দাফন করা হয়। ইয়াজিদি অর্গানাইজেশন ফর ডকুমেন্টেশন জানিয়েছে, নিহতরা সবাই পুরুষ। নিহত ব্যক্তিদের দেহাবশেষ আগেই পরিবারের সহযোগিতায় শনাক্ত করা হয়।

২০১৪ সালে, অঞ্চলটিতে আইএস হামলা চালিয়ে কয়েক হাজার ইয়াজিদি পুরুষকে হত্যা করে। পাশাপাশি নারী ও শিশুদের দাস বানায় ও নারীদের ধর্ষণ করে। সাত বছর আগেও, ইরাকে আনুমানিক সাড়ে ৫ লাখ ইয়াজিদি বসবাস করতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply