আমি জানতাম এই উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ: ব্রাথওয়েট

|

ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজে ঘুরে দাঁড়িয়েছে উইন্ডিজ। চট্টগ্রামে ম্যাচের প্রথম চারদিন বাংলাদেশের কাছে ডমিনেটেড হলেও পঞ্চম দিনে এসে নিজেদের নিয়ন্ত্রনে নিয়েনেয় উইন্ডিজ। পঞ্চমদিনের তিন সেশনে উইন্ডিজের ব্যাটাররা গড়েছেন একের পর এক রেকর্ড। শেষমেশ তিন উইকেটে জয় পায় সফরকারীরা।

ম্যাচ শেষে ব্রাথওয়েট বলেন, চতুর্থ দিনের খেলা শেষেও আমি জানতাম এই উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকবে, প্রথম দিন থেকেই আমি এই দলের উপর বিশ্বাস রেখেছিলাম। ব্যাপারটা হল শুধু নিজের উপর বিশ্বাস রাখা, পরিকল্পনা কাজে লাগান এবং পঞ্চম দিন পর্যন্ত যা করা যায়। আমরা গতকাল বিকেলে ৩ উইকেট হারিয়ে ছন্দ হারিয়ে ফেলেছিলাম। তবে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। আমরা জানতাম, জয়ের সুযোগ আছে।’

উইন্ডিজের অসাধারণ জয়ে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে বড় অবদান রেখেছেন কাইল মেয়ার্স ও বনার। ব্যাটারদের পাশাপাশি বোলারদের নিয়েও তিনি বলেন, আমাদের পরিকল্পনায় আমার আস্থা ছিল। বনার ও মায়ার্স দেখিয়েছে তারা পরিকল্পনা ঠিক রেখে কীভাবে দলকে জেতাতে পারে। এমন পিচেও হাল না ছেড়ে বোলাররা নিজেদের সবটুকু দিয়েছে। বলব না দলটা খর্ব শক্তির ছিল। আমি দল নিয়েই আমি বেশ আশাবাদী ছিলাম। ২০১৮ সালে আমরা খেলেছি, তাই ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।’

দ্বিতীয় ম্যাচেও উইন্ডিয়ানরা এই জয়ের ধারা ধরে রাখতে চায়। সেই সাথে নিজেদের ভুলগুলো আরও শুধরে নিয়ে গুছানো ক্রিকেট খেলতে চায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply