একজন পেশাদার চোর শফিকুল!

|

চট্টগ্রামে বাসাবাড়িতে অভিনব কায়দায় চুরি করার সময়ে কোতোয়ালী থানা পুলিশের হাতে সহযোগীসহ ধরা পড়েছে শফিকুল নামের একজন চোর। রোববার পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, শফিকুল বহুতল ভবন বেয়ে উঠতে পারে অনায়াসে। দাঁত কামড়ে বুঝতে পারে স্বর্ণ খাঁটি কিনা। দুই মিনিটে খুলতে পারে তালা। তবে শেষরক্ষা হলো না এই পেশাদার চোরের।

সিসি ক্যামেরার দুটি আলাদা ফুটেজেও দেখা গেছে চুরির দৃশ্য। পুলিশের দাবি, সে চলতি মাসে ১৫ দিন চট্টগ্রামের বিভিন্ন বাসায় চুরির টার্গেট নিয়ে সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম আসে। নগরীর স্টেশন রোডে একটি হোটেলে ওঠে।

সিএমপি’র কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নেজামউদ্দিন জানান, গত ১ ফেব্রুয়ারি সে একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দারের বাসা থেকে ২টি আইফোন’সহ মালামাল চুরি করে। চুরি করতে গিয়ে সেই বাসায় শফিক খাওয়া-দাওয়াও করতো।

আটকের পর তার কাছে ৫০০ পিস ইয়াবা, কিছু স্বর্ণালংকার পাওয়া যায়। শফিকুলের বিক্রি করা ২টি আইফোন উদ্ধার করা হয় স্টেশন রোডের আনোয়ার হোসেনের কাছ থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply