ইরানের নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো পরিকল্পনা নেই: বাইডেন

|

পরমাণু চুক্তির শর্ত না মানা পর্যন্ত ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র- জানিয়েছেন দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, ইরানকে আলোচনার টেবিলে আনতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো পরিকল্পনা নেই।

অন্যদিকে রোববার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্যতার পরিচয় দিলেই চুক্তির শর্ত মানবে তারা। এর আগে সাময়িকভাবে কিছু প্রত্যাহার করলেও সব নিষেধাজ্ঞা তুলে নেয়নি পশ্চিমারা। বরং পরবর্তীতে আরও আরোপ করেছে। তাই এবার সব মার্কিন নিষেধাজ্ঞা উঠে গেলেই পরবর্তী পদক্ষেপ নেবে তেহরান। এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানান ইরানি নেতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply