ভূমধ্যসাগর থেকে ৪২৪ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

|

ভূমধ্যসাগর থেকে ৪২৪ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করলো মানবাধিকার সংগঠন- এসওএস মেডিটারনিয়ান। রোববার অভিবাসীবাহী নৌযানটিকে অগুস্তা বন্দরে প্রবেশের অনুমতি দেয় ইতালি সরকার।

উদ্ধার কর্মীদের দাবি, লিবিয়া উপকূল থেকে বাঁচানো আরোহীদের মধ্যে ৮ জনের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। নৌযানে জায়গা স্বল্পতা থাকলেও তাদের আইসোলেটেড রাখা হয়। সংস্পর্শে আসা বাকিদেরও দ্রুত করোনা পরীক্ষা করানো হবে- এমনটা নিশ্চিত করে সংগঠনটি।

এদিকে অন্তঃসত্ত্বা এক নারী ও তার স্বামীকে হেলিকপ্টারযোগে মাল্টায় পাঠানো হয়েছে। কেননা দীর্ঘ যাত্রার কারণে গর্ভবতীর শারীরিক পরিস্থিতি খুবই খারাপ। চোরাই পথে ইউরোপের দেশগুলোয় পাড়ি জমানোর জন্য ভূমধ্যসাগর অভিবাসন প্রত্যাশীদের পছন্দের রুট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply